ভালো কিছু কাজ করার মাধ্যমে পুরস্কার অর্জন করাটা খুবই গর্বের। পুরস্কার কর্মের মাধ্যমে আসে আবেগ বা অলসতা থেকে নয়। সবাই কষ্ট করে জীবনে ভালো কিছু অর্জন করার জন্য এর জন্য প্রয়োজন পরিশ্রম। যে কাজ দ্বারা নিজের ও অন্যের ভালো হয় সেই কাজ করতে হবে। আর ভালো কাজে সকলকে উৎসাহিত করতে সোমার ডায়েরী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ প্রতি বছর ৪ ধরনের পুরস্কার ও সম্মাননা প্রদান করে থাকে।
১। বর্ষসেরা সাহিত্যিক পুরস্কার।
২। সেরা লেখক সম্মাননা পুরস্কার।
৩। নীলচাঁদ স্মৃতি পদক।
৪। সাহিত্যবন্ধু সম্মাননা পুরস্কার।
