1. info@somardiary.com : sahittoporishod :
সোমার ডায়েরী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
 • রিসিপশান
 • +১ (৪৮৪) ২৯০-০০০২
 • ই-মেইল
 • info@somardiary.com
 • ঠিকানা
 • দক্ষিণ পটুয়াপাড়া, নাটোর-৬৪০০
 • সদস্যপদ প্রাপ্তির যোগ্যতা: সাহিত্যানুরাগী, বাঙালী সংস্কৃতি ও দেশপ্রেমী ১২ বছর বা তদূর্ধ্বের যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য পদ লাভ করতে পারবে। প্রাথমিক সদস্যপদে ভর্তি ফিস ২০০.০০ (দুইশত) টাকা এবং মাসিক সদস্য চাঁদা জনপ্রতি ৫০.০০ টাকা হারে বার্ষিক সদস্য চাঁদা ৩৬০.০০ (তিন শত ষাট) টাকা। আজীবন সদস্য চাঁদা এককালীন ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকা এবং দাতা সদস্য চাঁদা এককালীন ১০,০০০.০০ (দশ হাজার) টাকা। সাধারণ সদস্যগণ কার্যনির্বাহী পরিষদ গঠনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিন্তু আজীবন ও দাতা সদস্যগণ কার্যনির্বাহী পরিষদ গঠনে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও নির্বাচনে পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না।
  ধারা- ০৮ : সদস্যপদ বাতিল ও স্থগিতকরণ :
  ০১) কোন সদস্যের আকস্মিক মৃত্যু হলে।
  ০২) কোন সদস্য আদালত কর্তৃক দÐপ্রাপ্ত, দেউলিয়া ও পাগল ঘোষিত হলে।
  ০৩) কোন সদস্য পর পর ৪ মাস নির্ধারিত মাসিক চাঁদা প্রদানে ব্যর্থ হলে এবং পরপর ৪ মাস কার্যনির্বাহী পরিষদের সভায় অনুপস্থিত থাকলে।
  ০৪) কোন সদস্য সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে অন্তরায় হলে এবং শৃঙ্খলা ভঙ্গ করলে।

  সংগঠনের কাঠামো: এ প্রতিষ্ঠানের ২টি পরিষদ থাকবে।
  ক) সাধারণ পরিষদ ও খ) কার্যনির্বাহী পরিষদ
  ক) সাধারণ পরিষদ : সংগঠনের সকল সদস্যের সমন্বয়ে এ পরিষদ গঠিত হবে। দ্বি-বার্ষিক ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ গঠনে সাধারণ পরিষদের সম্মানিত সদস্যগণ ভোটাধিকার/মনোনয়ন করবে। এ পরিষদ সংগঠনের নীতি নির্ধারণের সর্বোচ্চ পরিষদ। এ পরিষদ বার্ষিক বাজেট অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন, গঠনতন্ত্রের সংশোধনী ও কার্যনির্বাহী পরিষদ গঠনের ব্যবস্থা করবে।
  খ) কার্যনির্বাহী পরিষদ : সংগঠনের কার্যাবলী সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এ পরিষদের কর্মকর্তাগণ নির্বাচিত/ মনোনীত হয়ে দায়িত্ব পালন করবে। সাধারণ পরিষদ কর্তৃক অনির্বাচিত কোন ব্যক্তি এ পরিষদের কোন দায়-দায়িত্ব পালন করতে পারবে না। কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে সর্বনিম্ন ০৭ (সাত) সর্বোচ্চ ১১ (এগারো) জন নিয়ে।